জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার মাঠে চিলাউড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। লিগ্যাল সলিউশন বিডি ডট কম এর অর্থায়নে চিলাউড়া হলদিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (১০ ফেব্রুয়ারী ) চিলাউড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও মোঃ রুজেল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান হারুনুর রশীদ, লিগ্যাল সলিউশন বিডি ডট কম এর এম ডি মামুন, আওয়ামীলীগ নেতা আকমল খাঁন,লুৎফুর রহমান,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুল গফুর, পৌর আওয়ামীলীগের সাধারণত সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ইউপি সদস্য সুজাত মিয়া, বিশিষ্ট মুরব্বি ইউছুব আলী, বুরহান উদ্দিন, আব্দাল মন্দান, ফারুক মিয়া, ছায়াদ মিয়া সহ চিলাউড়া হলদিপুর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনতা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সুমন বলেন, সিলেটের প্রতিটি এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে। আমরা যদি তাঁদের সহযোগিতা করি তাহলে সরকারের পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব।
উদ্ধোধনী খেলায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর নুনু ফুটবল একাডেমীকে ৩- ০ গোলে হারিয়ে চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়। উদ্ধোধনী খেলায় জগন্নাথপুর উপজেলাসহ আশপাশের হাজার হাজার ফুটবলপ্রেমীরা খেলা দেখতে চিলাউড়া বাজার মাঠে ভীড় করে।
Leave a Reply