জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রনেতা হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা জমিয়ত কার্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুতিউর রাহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তৈয়বুর রাহমান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ ও হাফিজ মাওলানা আদনান আহমদ।
পরে সংবর্ধিত বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ।
Leave a Reply