সুনামগন্জ-পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের ইছগাও এলাকার বেইলী ব্রীজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক সহ ২ জন নিখোজ হওয়ার ২ ঘন্টা পর ২ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।
২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টায় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জগন্নাথপুর বাজারে আসার পথে বেইলী ব্রীজ ভেঙ্গে গাড়ির চালক সহ ২ জন নিখোজ হয়। খবর পেয়ে জগন্নাথপুর, দক্ষিন সুনামগন্জ ও সুনামগন্জ সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে নিখোজ ট্রাক চালক ফারুক মিয়া (৪০) ও জাকির আহমদ কলিন্স (৩৯) কে উদ্ধার করা হয়। জাকির আহমদ কলিন্স সিলেট জেলার বিমানবন্দর থানার সাহেব বাজারের ধুপাগুল গ্রামের মুসলিম আহমদের ছেলে। দুর্ঘটনায় খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগন্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করেন।
Leave a Reply