সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর দেড়শ কোটি ব্যয়ে নির্মিত সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় ভিডিও কন্ফারেন্সে রানীগঞ্জ সেতু সহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১শ টি সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য.পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন , সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শাহানা রাব্বানী, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদেল বখত, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি সিদ্দিক আহমেদ, সৈয়দ আবুল কাশেম সহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজের বিশিষ্টজন, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply