জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহি জামে মসজিদের অজুখানার পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় মুসল্লীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আজ শুক্রবার (২৫ আগস্ট) বাদ জুমা মসজিদের মুসল্লীগণ, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে মসজিদ কমিটির পক্ষে বিশিষ্ঠ ব্যবসায়ী মির্জা দিলওয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা সত্তর বছরেরও অধিক পুরনো এ জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বলেন বর্তমানে প্রভাবশালী লন্ডন প্রবাসী কর্তৃক মসজিদ ও মসজিদের অজুখানার পানি নিস্কাশনের সরকারি খাল ও মসজিদের ড্রেইন ভরাট করায় পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই।
মানববন্ধনে বক্তব্যকালে মির্জা দিলওয়ার হোসেন বলেন কতিপয় এক ব্যক্তি মসজিদের পানি নিস্কাশনের সরকারি খাল ও মসজিদের ড্রেইন মাটি ফেলে বন্ধ করে দিয়েছে। যার ফলে প্রায় দুই মাস ধরে মসজিদের অজুখানা সহ মসজিদের আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্ঠি হওয়ায় মুসল্লীরা অজু করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি খাল ও ড্রেইনটি দখলমুক্ত করে মসজিদের পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন মুসল্লীগণ। এসময় মসজিদের ইমাম মাওলানা মির্জা আবুল কালাম সহ মুসল্লী, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply