সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে মোঃ আফু মিয়ার উপর হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় সুমন মিয়াকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।( ৮ জুন) বুধবার সুমন মিয়া মামলার হাজিরা দিতে আদালতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
জানাযায়: ১লা মে উপজেলার মোহাম্মদপুর সেরা গ্রামে পূর্বশত্রুতার জেরে আব্দুল গনির পুত্র আফু মিয়াকে একা পেয়ে হামলা করে একই এলাকার আকিক মিয়াসহ তার লোকজন। গুরুতর আহত অবস্থায় আফু মিয়াকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় মোঃ আফু মিয়া বাদী হয়ে আকিক মিয়া,হাবিবুর রহমান, মানিক মিয়া,সুমন মিয়া,বদরুল মিয়া,শাকিব মিয়া,জহিরুল ইলাম ও মিজু মিয়াকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। গত ৮ জুন উক্ত মামলায় হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত সুমন মিয়ার জামিন না মঞ্জুর করে থাকে জেল হাজতে প্রেরন করেন। গুরুতর আহত আফু মিয়া এখনো সিলেট চিকিৎসাধীন রয়েছেন। অন্য আসামিদরা জামিনে রয়েছেন।
Leave a Reply