আগামী ২রা নভেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার ১লাখ ৮৯হাজার ৩৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫হাজার ৩শ ২৩ ও মহিলা ভোটার ৯৩হাজার ৭শ ১৬জন। এবার ৮৯টি কেন্দ্রের ৫শ ২৯টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনের রিটানির্ং অফিসার শুকুর মাহমুদ মিয়া জানান, নির্বাচনে সুষ্টু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহন কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষন শেষ হয়েছে। নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিবি সদস্যরা মোতায়েন থাকবে।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। নির্বাচনকে ঘীরে প্রার্থীদের শেষ মুহুর্তের সরগরম প্রচার-প্রচারনা জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটারদের সাথে আলাপকালে জানাযায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ও জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছের প্রার্থী সৈয়দ তালহা আলম ও সতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান (মোটর সাইকেল), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা প্রতীক (আনারস),স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা),যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছালেহ আহমদ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল), রীনা বেগম (কলস), সেলিনা বেগম (হাঁস) প্রতীক নিয়ে মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব আকমল হোসেনের পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদসহ দলীয় নেতা কর্মীরা নির্বাচনি মাঠে একজোট হয়ে কাজ করছে। আওয়ামীলেিগর নেতা কর্মীরা জানান উন্নয়নের অগ্রগতিকে ধরে রাখতে জনগন নৌকাকে বিপুলভোটে বিজয় করবে। জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ দলের তৃনমৃল নেতারা। তাদের দাবী এবারের নির্বাচনে খেজুর গাছের পক্ষে গণজোয়ার সৃষ্ঠি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান তার সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি তার সময়ে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে আবারো তাকে বিজয়ী করতে জনসাধারনের কাছে ভোট প্রার্থনা করেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা তার সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিরামহীন প্রচার প্রচারনা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্বাছ চৌধুরী তার সমর্থকদের নিয়ে উপজেলা পাড়া মহল্লায় ভোট প্রার্থনা করছেন। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদি।
Leave a Reply