কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইভিএম এর মাধ্যমে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন সময়ে ৮৯টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন ২৩হাজার ৮শত ৪০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতিকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ২০ হাজার ৮১ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন লালন মাইক প্রতিকে ২১হাজার ৯শত ২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে পেয়েছে ১৯ হাজার ২শত ৫৫ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতিকে ২৮ হাজার ৮শত ৫৭ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী রিনা বেগম পেয়েছেন ২৬ হাজার ৪শত ৭৯ভোট।
প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম থাকায় ভোট গ্রহন কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কেন্দ্রে অলস সময় পার করতে দেখা গেছে। এছাড়াও কেন্দ্রগুলোর বাহিরে অন্যান্য নির্বাচনের তুলনায় দর্শকদের সমাগমও কম ছিল। ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভা নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১লাখ ৮৯হাজার ৩৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫হাজার ৩শ ২৩ ও মহিলা ভোটার ৯৩হাজার ৭শ ১৬জন। এবার ৮৯টি কেন্দ্রের ৫শ ২৯টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
Leave a Reply