আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত ও জনগন সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম- এর নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টায় জগন্নাথপুর পৌর শহরের হামজা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিযদ নির্বাচনে জমিয়ত মনোনিত চেয়ারম্যান প্রার্থী পীরজাদা সৈয়দ তালহা আলম।
আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শায়েখ জমির উদ্দীন, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, মাওলানা, আব্দুস সালাম, মাওলানা ফখর উদ্দীন, মাওলানা রশিদ আহমদ, মুফতি শামীম আহমদ, হাফিজ সোহাইল আহমদ, মাওলানা আখতার হোসাইন, মাওলানা নুর হোসাইন জিলানী, কে এম ফয়েজ আহমদ শেখ শামছুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমদ কামরান সহ আরে অনেকে।
Leave a Reply