জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে ৫৯হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জগন্নাথপুর বাজারে ১১ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তত/ বিক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে এই জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান,
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন- ১৯৫৬, এবং বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর অধীনে নির্ধারিত তথ্যসহ পণ্যের মোড়ক ব্যবহার না করিবার দন্ড, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্য সম্পাদন, অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ , স্বাস্থ্য, বা জীবনহানি ঘটানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত/বিক্রয়,মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রূপ নিয়েছে/ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া সত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রন, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বর্ণিত আইনের অধীনে ১১ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৯,০০০/- টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তৈরিকৃত খাদ্যর গুণগতমান নিশ্চিত করতে অধিকতর সচেতন হতে এবং পণ্যে মোড়ক ব্যবহার, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ , স্বাস্থ্য, বা জীবনহানি ঘটে এমন কার্য পরিচালনা না করা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করতে অধিকতর সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করা হয় ।
Leave a Reply