বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার আলী কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়।
সেক্রেটারি ও সহ সেক্রেটারি পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে সেক্রেটারি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সাবেক সেক্রেটারি মো: বিলাল আহমদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
সহ – সেক্রেটারি পদে মোঃ আল মমিন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এস এম মাহবুব পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে ১শ ২৮ জন ভোটারের মধ্যে ১শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার
মির্জা দিলওয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার শুধাংশ শেখর রায় বাচ্চু, সাংবাদিক শংকর রায়, প্রিজাইডিং অফিসার বিপ্লু রন্জন সরকার। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা দিলওয়ার হোসেন।
এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক, আলাল হোসেন, কামাল হোসেন, সমাজসেবক আব্দুল মনাফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply