বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, খুব শীঘ্রই জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনার পতন হলে, কোন আওয়ামী লীগের খোঁজ পাওয়া যাবে না। যেমনি পাওয়া যায়নি ১৫ আগষ্টে শেষ মুজিবের পতনের পর।
শনিবার (১৪ মে) দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফেনীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মী ও জনগনের উদ্দেশ্যে বুলু আরও বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করতে হবে। আজকে দেশের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা ঋণ। উন্নয়নের নাম করে আওয়ামীলীগ জনগনের টাকা লুট করছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেন। আওয়ামীলীগ অবৈধ সংসদের জন্ম দিয়েছে।
ফেনী বড় বাজারের ইসলামপুর রোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিমিটর সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর এমএ খালেক, ইয়াকুব নবী ইয়াকুব, আলাউদ্দিন গঠন, ফেনী সদর
উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির আহবায়ক মেসবাহ উদ্দিন মেসবাহ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভুইঁয়া।
এসময় বক্তারা আরও বলেন, প্রশাসনের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগার সাজবেন না। এ সরকার শেষ সরকার নয়, আরও সরকার আছে। জনগনের টাকায় বেতন পেয়ে প্রকাশ্যে জনগনের বিপক্ষে অবস্থান নেয়ার ফল ভাল হবে না। আওয়ামীলীগের অসহনীয় দূর্নীতির কারনে আজ দেশ দেওলিয়া হওয়ার পথে।
Leave a Reply