ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বসতবাড়ির জমি লিখে নিয়ে হাসিনা বেওয়া নামে এক বৃদ্ধাকে শীতের মধ্যে রাস্তায় ফেলে পালিয়ে গেছে নাতিরা। বুধবার (৯ ডিসেম্বর) গফরগাঁও থানা পুলিশ ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে শতবর্ষী ওই বৃদ্ধাকে তিতাস গ্যাস অফিস সংলগ্ন রাঘাইচটী গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, পৌর শহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটী গ্রামের মরহুম আব্দুল খালেকের স্ত্রী হাসিনা বেওয়া। এক ছেলে ও এক মেয়ে রেখে স্বামী আবদুল খালেক মারা যান প্রায় ২৫ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর ছেলে শহিদ মিয়া ও মেয়ে জোসনা বেগমকে নিয়ে বসবাস করতেন শহরের তিতাস গ্যাস অফিস সংলগ্ন রাঘাইচটী এলাকায়।
ছেলে শহিদ মিয়া বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন ত্রিশাল উপজেলার ধলা বাজারে। মেয়ে জোসনা বেগম মারা গেছে ৪-৫ বছর আগে। বসতবাড়িতে দেড় শতাংশ জমি ছিল তা কৌশলে লিখে নেয় মেয়ের ঘরের নাতি ইব্রাহীম ও ইস্রাফিল। বয়সের ভারে ন্যুব্জ হাসিনা বেওয়া এখন আর চলাফেরা করতে পারেন না। কনকনে শীতের মধ্যে হাসিনা বেওয়াকে ভোরে রাস্তায় ফেলে পালিয়ে যান নাতিরা।
বৃদ্ধার সৎ ছেলে জালাল মিয়া জানান, মা হাসিনা বেওয়া আমাদের সঙ্গে থাকেন না। জমি লিখে নেয়ার পর থেকে নাতি ইব্রাহীম ও ইস্রাফিলের সঙ্গে থাকেন।
এ বিষয়ে গফরগাঁও থানার এসআই আহসান হাবিব জানান, বৃদ্ধা হাসিনা বেওয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করেন। বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার দুই সৎ ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নাতিরা পলাতক রয়েছে।
Leave a Reply