বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে দল শক্তিশালী করতে পারলে আমরা আবারো নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবো’
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা মরহুম মকবুল হোসেন অ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জিয়ার শেষে সাংবাদিদের তিনি এ কথা বলেন।
মৃত্যুর পর জাপা চেয়ারম্যানের দাফনের জায়গা ঠিক করে দিয়ে জিএম কাদের বলেন, ‘আমি মারা গেলে আমাকে আমার বাবা মার কবরের পাশে যেন সমাহিত করা হয়। আমি আগাম বলে গেলাম কেননা কবর দেয়া নিয়ে যেন কোন বিতর্ক তৈরি না হয়। ’
জিএম কাদের তার বাবা মার কবরের পার্শ্বেই জায়গা রেখে দেবার জন্য রংপুর সিটি মেয়রের প্রতি আহবান জানিয়ে বলেন, এখানে যেন ইট দিয়ে গাথুনী করে জায়গা নির্ধারণ করে রাখা হয়। কারণ আমি চাইনা আমি মারা যাবার পর কোথায় কবর দেয়া হবে তা নিয়ে কোন বিতর্ক হোক। এর আগে তিনি দলের নেতা কর্মীদের সাথে নিয়ে তার বাবা মার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
কবর জিয়ারত শেষে জিএম কাদের রংপুর সার্কিট হাউজে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়ে বলেন, দলে কোন গ্রুপিং কোন্দল চলবেনা আমি এসব করতে দেবো না যে সব জায়গায় এ ধরনের সমস্যা আছে আমি সমাধান করার উদ্যেগ নিয়েছি।
এ সময় রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি রংপুর নগরীর কালিবাড়ি, ধর্মসভা সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পুজা উদযাপন কমিটির নেতারা তাকে স্বাগত জানান।
Leave a Reply