জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউ পি সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
নিহত জহুরুল ইসলাম (৫৭) একই এলাকার বাসিন্দা এবং জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
আটকরা হলেন মাহবুব, রুবেল, গেদা মন্ডল, ঠান্ডু মিয়া, জাহাঙ্গীর, সেতু মিয়া ও রবিউল।
নিহত জহুরুল ইসলামের ভাতিজা কাওসার আলম জানান, জহুরুল ইসলাম আতামারী বাজারের দোকান থেকে রাত ১০ দিকে বাড়ি ফেরার পথে একদল দুবৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে দেয়। খবর পেয়ে তারা চাচার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ সময় পুলিশ লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো করা হয়েছে। ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত সাত জনকে আটক করাসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply