বাংলা নিউজ টিয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি, ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত
সাংবাদিকদের পাশে সর্বদা নিবেদিত, রাজপথে সোচ্চার একমাত্র সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জানা যায়, বুধবার (১৪জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশিগঞ্জের উপজেলার পাথাটির এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বলেন, রাতে আমাকে ফোন দিয়ে একজন জানান, আমার স্বামীকে কারা যেন মেরেছে। পরে আমি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেখান থেকে রেফার্ড করে দেওয়া হলে তাকে এ্যাম্বুলেন্সেযোগে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই এবং রাতেই হাসপাতালে ভর্তি করি। আমার স্বামীর অবস্থা খুব খারাপ। তাকে অনেক আঘাত করা হয়েছে, কথা বলতে পারতেছে না।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত বাবু চেয়ারম্যানের লোকজন তার ওপর হামলা করতে পারে। কারণ কয়েকদিন যাবত নিউজ নিয়ে তার সঙ্গে আমার স্বামীর দ্বন্দ্ব চলছিল। সে কারণে তারা আমার স্বামীকে মারপিট করতে পারে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, খবর পাওয়া মাত্রই আমিসহ সাংবাদিকদের একটি দল ছুটে যাই জামালপুর জেনারেল হাসপাতালে। তার চিকিৎসার ব্যাপারে হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলি। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, হাসপাতালের ডাক্তাররা সাংবাদিক নাদিমের স্ত্রীকে বলেছেন অবস্থা খুব একটা ভালো না। চিকিৎসার ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি বলেও জানান লুৎফর রহমান।
বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া হাসপাতালে গিয়েও আহতকে দেখে এসেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে একজনকে আমরা চিহ্নত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া আহত সাংবাদিকের সঙ্গে কথা বলা যায়নি। তিনি সুস্থ্য হয়ে উঠলে তার ওপর হামলাকারীদের চিহ্নত করে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জামালপুরের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের দর্পন ও চতুর্থ ভিত্তি। সাংবাদিক সমাজের উপর আঘাত মানে রাষ্ট্রীয় স্তম্ভের উপর আঘাত, যা কোনোভাবেই কাম্য না। নেতৃবৃন্দ অবিলম্বে দুস্কৃতকারীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবী জানান।
Leave a Reply