বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দলের পূর্বঘোষিত কর্মসূচিতে জেলায় জেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ হামলার পর এখন মিথ্যা মামলা দয়ের করে নেতাকর্মীদের গ্রেফতার করতে সারাদেশে অভিযান, হয়রানি ও জুলুম চালানো হচ্ছে।’
বুধবার (৩১ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন।
নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জুলুমবাজ সরকারকর্তৃক নির্বিচারে মানুষ হত্যা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনকে দমন করতে গণবিরোধী সরকারি ফ্যাসিবাদী কায়দায় সারাদেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-দমন নিপীড়নের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।’
তিনি বলেন,‘মঙ্গলবার রাতে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসীরা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। হামলায় তিন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো বিএনপির নয় নেতাকর্মীকে আটক করেছে।’
Leave a Reply