জয়পুরহাটের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় অরক্ষিত রেলগেটে লাইনের উপর থাকা একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে অনেকদূর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সদর থানার ওসি আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply