ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
সকালে ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে ওই কিশোরীর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
কিশোরীর দিনমজুর বাবা-মা কাজে বের হলে দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে বাকপ্রতিবন্ধী বাবা ঝালকাঠি সদর থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে।
অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের ও শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply