ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন- জুলফিককার ও ফিরোজ নামে দুই সহোদর। তাদের শরীরের বিভন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাতে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ পৌর এলাকার ইসলামপাড়ার এলাকার মনিরুল ইসলামের ছেলে হুসাইন। আহতরা হলেন- একই এলাকার নজরুলের ছেলে ফিরোজ (২০) ও জুলফিককার (১৮)।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ওয়াজ মাহফিলের উপলক্ষে গ্রাম্য মেলা বসে। বুধবার রাতে ওয়াজ শুনতে ও মাঠে ঘুরতে আসে ঝিনাইদহ শহরের পৌর এলাকার হুসাইন, জুলফিককার ও ফিরোজ হোসেন।
তারা তিনজন বন্ধু। ওই সময় ফল বিক্রেতা জিহাদী এক কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে তাদের ধাক্কা লেগে যায়। ঘটনাটি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদীর কাছে থাকা সেভেন গিয়ার বের করে তাদের বেপরোয়া ছুরিকাঘাত করে।
Leave a Reply