ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়ায় ছুরিকাঘাত করে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার সময় কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রানা আহমেদ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রানা একই উপজেলার পৌরসভা এলাকার শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
নিহত ইসরাফিল ওই উপজেলার পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রানা আহমেদ নামে এক যুবক ইসরাফিল হোসেনকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি তারা। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ইসরাফিলকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানা নামের একজনকে আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Leave a Reply