ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার সবদারপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আড়াইটার দিকে উপজেলার সবদারপুর রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে এসে মোরামোতের কাজ শেষ করলেই ওই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Leave a Reply