ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে গাাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে পৌর শহরের ঋষি পাড়ায় অভিযান চালিয়ে মৃত শ্রী সুসান্ত কুমারের স্ত্রী তাঁরা মনি (২৮) কে ৮১ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী কে ৬ মাসের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হবে বলে জেল হাজতে প্রেরণ করেন।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply