টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। নিহত খলিল মিয়া (৩৫) দুবাইল আটাপাড়া গ্রামের মরহুম নসিম উদ্দিনের ছেলে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।
আজ সোমবার সন্ধ্যায় সমেশপুর পেট্টল পাম্পের পূর্বপাশের সড়কে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে আহত খলিলকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply