ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, স্যার এফ রহমান হলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান ও সার্জেন্ট জহিরুল হক হলের ছাত্রদলের সদস্য আতিক মোর্শেদকে ঢাবির টিএসসি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশি হামলা ও নেতাকর্মীদের গ্রেফতার এবং ছাত্রদলের তিন নেতাকে আজ সন্ধ্যায় তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রিজভী আহমেদ বলেন, তাদের জনসন্মুখ থেকে তুলে নিয়ে এখন পুলিশ তা অস্বীকার করায় মাফিয়া রাষ্ট্রের বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে। অবিলম্বে তিন ছাত্রদল নেতার সন্ধ্যান এবং তাদের নি:শর্ত মুক্তির দাবি জানান তিনি।
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, ‘সন্ধ্যার সময় টিএসসি থেকে আমাদের ছাত্রদলের তিন জনকে আটক করা হয়েছে। তাদের আটক করে কোথায় নেওয়া হয়েছে এটা জানা যাচ্ছে না। ’
আটকের বিষয়টি অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘আমরা টিএসসি থেকে কাউকে আটক করি নাই। কাউকে আটকের তথ্য আমার জানা নাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিএসসি থেকে তিনজনকে আটক করেছে জানতে পেরেছি। বন্ধ ক্যাম্পাসে কী জন্য তাদের আটক করা হলো তা জানতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করার আগে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিল কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমি আগে থেকে কিছু জানতাম না। তাদের আটকের পর জানতে পেরেছি।’
Leave a Reply