টেকনাফে স্থানীয়দের ঘরে আগুন লাগানোর সময় রোহিঙ্গা নারী আটক
কক্সবাজারের টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্প সংলগ্ন স্থানীয়দের বসত-বাড়িতে আগুন লাগানোর সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত পৌনে আটটার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন জনতার সহযোগিতায় ওই নারীকে আটক করে।
আটক ওই রোহিঙ্গা নারীর নাম রকিমা খাতুন (৫০)। সে নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী। ধারণা করা হচ্ছে কোনো উগ্রপন্থী সংগঠন লোভের ফাঁদে ফেলে এই নারীকে নাশকতামূলক কাজে ব্যবহার করছে।
এপিবিএন এর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৩০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদার স্থানীয় মো. এজাহার মিয়ার বাড়িতে আগুন দিচ্ছিল রোহিঙ্গা নারী রকিমা খাতুন। এ সময় ওই বাড়ির ছেলে দেখে ফেললে পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে তাকে নয়াপাড়া ক্যাম্প এপিবিএন পুলিশের দায়িত্বরত টহল দলের কাছে সোপর্দ করা হয়।
কক্সবাজার এপিবিএন ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, উপজেলার লেদা রোহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের পাশে বাংলাদেশি এজাহার মিয়ার বাড়িতে কেরোসিন তেল দিয়ে আগুন দেওয়ার সময় ওই নারীকে হাতেনাতে আটক করেন এজাহার মিয়ার ছেলে ও আশপাশের রোহিঙ্গারা। পরে তাকে এপিবিএনের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন রকিমা খাতুন।
তিনি আরো জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম তাকে ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। আগুন দেওয়ার কথা স্বীকার করলেও কারা তাকে এ আগুন দিতে বলেছেন তা স্বীকার করছেন না। এ বিষয়ে আরও তদন্ত চলছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদের পর মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply