কক্সবাজারের টেকনাফে ৪৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. শফিক (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব)।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। আটক শফিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মকবুল আহমদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গোপন তথ্যের ভিক্তিতে খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ৪৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. শফিককে আটক করা হয়।
এ ঘটনায় টেকনাফ থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply