তথ্য প্রযুক্তি খাতে, এবছরই ২০ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে উদ্যোক্তা ও উদ্ভাবকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস পেপার থেকে বাছাই করা শীর্ষ ১০টি আইডিয়াকে পণ্য বা সেবায় রূপ দিতে ‘ইউনিবেটর’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ।
সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক শিক্ষার দিকে নজর না দিলে উন্নত দেশ গড়া সম্ভব নয়। ২০১৫ সাল নাগাদ নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ৫ লাখ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
Leave a Reply