বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে নড়াইল জেলা আদালতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে একটি সাজানো মানহানির মিথ্যা মামলায় ন্যাক্কারজনক ভাবে সাজা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারা বিশ্বে যখন স্বৈরাচারী মাফিয়া সরকারের কুকর্ম ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হচ্ছে ঠিক সেই সময় জাতির দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য একটি রাজনৈতিক বক্তাব্যের সূত্র ধরে দলীয় আজ্ঞাবহ বিচারক দিয়ে আদালত অংগণে দূর্বিত্তায়ন ও কলুষিত করা হল।
নীরব টুকু অবিলম্বে বিচারের নামে প্রহসন বাতিল করার জোর দাবি জানিয়ে বলেন দেশটি খুবই ছোট যারা আজ বিচারাঙ্গণে বসে দলীয় এজেন্ড বাস্তবায়ন করছেন জাতি তাদের ক্ষমা করবেনা।
কর্মসূচী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে সাজানো মানহানির মিথ্যা মামলায় ন্যাক্কারজনক ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী কাল দেশের সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুক ঘোষিত কর্মসূচী যথাযথ ভাবে পালনের জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply