বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিনে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান যথাক্রমে ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে আমান উল্যাহ আমান, মেহেদী আহম্মদ রুমী, মো. আব্দুল কাইয়ূম, অধ্যাপক ড. শাহেদা রফিক, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদ এমপি, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার,
রিয়াজ উদ্দিন নসু, কাজী আবুল বাশার, হেলেন জেরিন খান, আব্দুল আলীম নকী, এজিএম শামসুল হক, মুক্তিযাদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, সহ সভাপতি নজরুল ইসলাম, ওলামা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামল, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, মাওলানা সেলিম রেজা, মাওলানা রফিকুল ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, কৃষক দল নেতা মেহেদী হাসান পলাশ, আরিফা সুলতানা রুমা,মনিরা আক্তার রিক্তা, শওকত আরা উর্মী প্রমূখ।
Leave a Reply