ঘরের তালা ভেঙে নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযুক্ত কিশোর মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কিশোর মিরাজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর আদর্শপাড়ার মন্তাজ মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী শিশু ও তার বোনকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর আদর্শপাড়া গ্রামের বাড়িতে দাদির কাছে রেখে তার বাবা-মা ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। তারা ঢাকায় ভাড়া বাসায় থাকেন।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই প্রতিবন্ধী শিশুকে ঘরে তালা দিয়ে রেখে দাদি পাশে নাজিরপুর বাজারে কেনাকাটা করতে যান।
প্রতিবেশী বখাটে মিরাজ এ সময় ঘরের তালা ভেঙে ওই শিশুটিকে ধর্ষণ করে। এসময় কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে মিরাজ দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ মিরাজকে আটক করে।
গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Leave a Reply