সাম্রাজ্যবাদীদের হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া তালেবানকে দ্রুত সমর্থন দেয়ার তাগিদ দিয়ে সাহায্য করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় তালেবানকে ‘মুক্তিযোদ্ধা’ বলে অভিহিত করেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর ফার্মগেটে নাগরিক সমাজের এক কর্মসূচিতে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে, তালেবানও মুক্তিযোদ্ধা। বিদেশি শক্তির কবল থেকে নিজেদের দেশকে রক্ষা করেছে তারা। তাদের কট্টরবাদী, ধর্মান্ধতার পথে হাঁটা থেকে বিরত রাখতে দ্রুত সমর্থন ও সাহায্য করা উচিত। বেঁচে থাকলে যেকোনো মুক্তি আন্দোলনে বঙ্গবন্ধু সমর্থন দিতেন ।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক বিতরণের কর্মসূচিতে তিনি বলেন, নিজেকে ও অপরকে রক্ষায় সবাইকে মাস্ক পরতে হবে। তবে কাপড়ের মাস্ক হলে ভালো, নয়তো পরিবেশ নষ্ট হবে। অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা উচিত।
রাশিয়ার তৈরি করোনার টিকা কেনার বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দরদাম ঠিক হওয়ার পরেও কেন তা কেনা হচ্ছে না, তার কোনো জবাবদিহিতা নেই। একের পর এক ভুল করে যাচ্ছে সরকার, গণতান্ত্রিক না হলে যা হয় আরকি।
এ সময় ‘ধানাইপানাই’ বাদ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আন্দোলনকে এত ভয় পান কেন। আন্দোলন যখন হবার, তখন তা হবেই। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে দেশটার সর্বনাশ করবেন না।
Leave a Reply