নাটোর পৌরসভার ৮ নং ওয়ার্ড তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ জুন সোমবার বেলা এগারোটার দিকে এই যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যাত্রী ছাউনি উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এ সময় উপস্থিত ছিলেন ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার, ঠিকাদার জাহিদ হাসান মিন্টু, পৌরসভার কর্মকর্তা এবং ওই এলাকার জনসাধারণ।
উল্লেখ্য বাংলাদেশ কুয়েত সরকারের যৌথ অর্থায়নে ৯,৫৮,০০০ টাকা ব্যয়ে নাটোর পৌরসভার বাস্তবায়নে ৮ নং ওয়ার্ড তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনিটি জনসাধারণের জন্য খুলে দেয়া হলো। দূর-দূরান্তগামী যাত্রীদের ভ্রমণসেবা নিশ্চিত করতেই নাটোর পৌরসভার এই যাত্রী ছাউনী।
Leave a Reply