বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেছেন, কেউ নির্যাতন কিংবা সহিংসতার শিকার হয়ে থানায় আসলে তাকে ন্যায় সঙ্গতভাবে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। যেহেতু থানা থেকেই জনগণের অধিকাংশ সেবা দেয়া হয়, সেহেতু থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়। কাউকে যেন দালাল ধরতে না হয়। সেজন্য সংবেদনশীতার সাথে সেবা নিশ্চিত করতে চাই।
রোববার(১৮ অক্টোবর) দুপুরে বিএমপির কাউনিয়া থানার উদ্যোগে ওসি আজিমুল করিমের সঞ্চালনায় বিসিক ৩ নং ওয়ার্ড বিট কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের কাছে গণমুখী পুলিশ হিসেবে নির্ভেজাল সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। বিসিক এলাকাকে আমরা একটা মডেল হিসেবে নিতে চাই। এখানে কোন বখাটের উৎপাত থাকবেনা। পুলিশের টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কর্মচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা হবে।
Leave a Reply