বিশিষ্ট দানবীর ও সমাজসেবক এবং চৌমুহনী সরকারি এস.এ কলেজের সাবেক তুখোড় ছাত্রনেতা মোঃ সাখাওয়াত হোসেন আজিম বলেছেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে তাঁকে মনোনয়ন দিলে নৌকা মার্কার বিজয় দলীয় সভানেত্রীকে উপহার দেওয়া হবে। আর মনোনয়ন না দিলে যেই দলের প্রার্থী হবে তার পক্ষে কাজ করবো। এ নিয়ে স্বার্থন্বেষী কোন মহল বিভ্রান্তি ছড়ালেও তাতে কর্নপাত না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রবিবার নোয়াখালী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময়কালে তিনি উক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ৯০ দশক থেকে ছাত্র রাজনীতি শেষে মূলদলের জন্য নিরবে কাজ করে আসছি। কেউ কোন দিন বলতে পারবেন না কাহারো নিকট থেকে অন্যায় কোন আবদার বা ক্ষতি করেছি। নিজের সামর্থ দিয়ে দলের জন্য কাজ করে অসংখ্য নেতাকর্মীর মন জয় করতে সক্ষম হয়েছি। ওয়ার্ড, ইউনিয়ন এবং বর্তমানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে দায়িত্ব পালন করলেও নিজের কোন কিছুর চাওয়া-পাওয়া নেই। মৃত্যুকালীন পর্যন্ত বেগমগঞ্জের গণমানুষের কল্যাণে রাজনীতি করাই আমার শেষ ইচ্ছা। বিগত ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বেগমগঞ্জ পশ্চিমাংঞ্চলে তৎকালীন সরকারের বিশেষ বাহিনী গঠন করে এলাকা ভিত্তিক খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট চালিয়ে আওয়ামীলীগের বহু নেতা, কর্মী, সমর্থকেরা ক্ষতিগ্রস্থ স্বীকার হওয়ার সময় থেকে সামর্থ অনুযায়ী দলীয় লোকজনকে সাহায্য করা হয়। ভবিষ্যতেও দলের কোন দূর্যোগপূর্ন মুহুর্তে সহযোগীতা করতে প্রস্তুত আছি।
এই ব্যাপারে দলীয় সভানেত্রী ও নোয়াখালী জেলা এবং বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ সহ দলীয় নেতৃবৃন্দের নিকট মনোনয়ন দেওয়ার দাবী করেন।
Leave a Reply