দিনাজপুরের বিরামপুর উপজেলায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর ঢেলুপাড়া গ্রামের মাঠে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। বিরামপুর স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, শনিবার বিকেলে পার্বতীপুর স্টেশন থেকে যাত্রীবোঝাই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কয়েকদিন আগে একই স্থানে রেললাইনের সেতু সংস্কারের কাজ চলছিল। সেখানে ট্রেনটির গতি কম থাকায় কোনো কারণে ‘ঘ’ বগির পেছনের দুই চাকা এবং ‘গ’ বগির সামনের দুই চাকা নিয়ে দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ট্রেনটির সামনের ইঞ্জিনসহ আট বগি নিয়ে হিলি রেল স্টেশনে যায়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে আপাতত ওই লাইন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেললাইন মেরামত করা এক কর্মী বলেন, কয়েকদিন ধরে একই স্থানে রেললাইনের সেতু মেরামতের কাজ চলছে। প্রতিটি ট্রেন ধীরে ধীরে পার হলেও পঞ্জগড় এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
Leave a Reply