দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মলিকাহার আশ্রায়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের অন্তত ১০টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাতাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্বস্থ কয়েকটি পরিবার। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৩ মার্চ) রাত ১১ টায় পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মলিকাহার আশ্রায়নে অগ্নিকাণ্ড ঘটে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী একরামুল বলেন, আগুনে যেসব মানুষগুলোর ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনো কিছুই উদ্ধার সম্ভব হয়নি। ঘরে থাকা চালডাল, খাতা কলম, টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটা গবাদী পশুও অগ্নিদগ্ধ হয়েছে। এতে পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।
Leave a Reply