দিনাজপুরের হিলিতে পিক-আপ ভ্যান আর মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন,রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।
ঘটনাটি ঘটেছে,সোমবার (২৫ জানুয়ারি) দুপুর পোনে ২ টায় হাকিমপুর উপজেলার হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে । ঘটনাটি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার দুপুর হিলি থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড়ের নওনা পাড়া নামক স্থানে অপর দিক থেকে আসা সাদা পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনা স্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে সুরতহাল শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply