আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন কিনলেন সাতবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারসহ ৬ জন। জাতীয় পাটির ২ জন।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি রয়েছে দিনাজপর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনটি এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার ছাড়াও মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ (তহিন), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দুল আলম শান্ত,পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডক্টর মোহাম্মদ শাহজাদ হোসেন (সাজ্জাদ) ও ব্রিগেড জেনারেল অবঃ ডাক্তার মোঃ মোজাম্মেল হক। এদিকে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পাটির সদস্য সোলায়মান সামী ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর।
অন্যদিকে বিএনপি নেতারা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়রম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি মনোনয়ন চাইবেন।
আগামী ২৩ নভেম্বর আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা হবে হবে এবং ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্যদিয়ে জানা যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হচ্ছেন দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগ, জাতীয় পাটি ও বিএনপির এমপি প্রার্থী।
Leave a Reply