নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়ার পুর ৫ নং ওয়ার্ডের মন্দির বাড়ীর শহিদ উল্লার ছেলে অন্তর গতকাল ২৪ শে জুলাই ২০২৩ইং বেগমগঞ্জের আমিন বাজার থেকে অটো রিস্কা চুরির সময় হাতে নাতে জনতার হাতে পাকড়াও হয়।
ঘটনার বিবরনে জানা যায়, তাদের সংঘবদ্ধ ডাকাত দলটি এ অঞ্চলে চুরি, ডাকাতি, মাদক, হত্যা সহ ভিবিন্ন অপকর্মের সাথে জড়িত। কিছু দিন পূর্বেও এ অন্তরকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। যামিন নিয়ে এসে আবার ও সেই কাজে লিপ্ত হয় শহিদ উল্লার ছেলে। তার শ্বিকারউক্তিতে কয়েকজন ডাকাতের নাম প্রকাশ করা হয়।
সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেন। ৪নং আলাইয়ারপুরের চেয়ারম্যান ও বেগমগঞ্জ থানা প্রশাসন এদের পুরো গ্রুপ টিকে আইনের আওতায় আনতে সক্ষম হবেন।
Leave a Reply