ভারতের দিল্লির ইজরাইলি দূতাবাসের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সময় সংবাদের কলকাতা ব্যুরো জানিয়েছে, সেখানে পরপর ছ’টি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকটি গাড়ি উড়ে গেছে। এ মুহূর্তে সেখানে ৬টি দমকলের গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা একটা আইইডি বিস্ফারণ।
পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরকভর্তী প্লাস্টিক ব্যাগ জিনদাল হাউজের বাইরে রেখে যায় দুর্বৃত্তরা। জায়গাটি ইসরাইলি দূতাবাস থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে।
জায়গাটি দিল্লির প্রাণকেন্দ্রে। ড. এপিজে আবদুল কালাম রোডে অবস্থিত অ্যাম্বাসি এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply