সুন্দরবনের গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
জব্দকৃত তক্ষক দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা। এদের মধ্যে ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষকের ওজন ৪০০ গ্রাম এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের অপরটির ওজন ৩০০ গ্রাম।
আটককৃতরা হলেন- খুলনার পাইকগাছা এলাকার মো. সাইফুল ইসলাম (৩০), জিয়াউল (৩০), রুবেল (২৫), রশিদ (২৬) ও জয়নাল (৩০)।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন গড়ইখালী খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির দুটি তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
পরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। তক্ষক দুটিকে পাইকগাছা ফরেস্ট অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply