বড় ধরনের এক দুর্নীতির ঘটনায় অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সরকারি অর্থায়নে নির্মিত নাগরিকদের জন্য অ্যাপার্টমেন্ট বেচাকেনায় ঘুষ গ্রহণ ও মিথ্যা বলার দায়ে শুক্রবার ভিয়েনার একটি আদালতে দোষী সাব্যস্ত হন গ্র্যাসার।
২০০৪ সালে অস্ট্রিয়া সরকার নাগরিকদের জন্য ৬০ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণ করে। একজন বিনিয়োগকারীকে সরকারের গোপন তথ্য সরবরাহ করেছিলেন অস্ট্রিয়ার সাবেক এ মন্ত্রী।
আদালত জানায়, গ্র্যাসার ৯ মিলিয়ন ইউরো (৮ দশমিক ১ মিলিয়ন পাউন্ড) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিন ব্যাংক অ্যাকাউন্টে এ টাকা গ্রহণ করা হয়।
তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন গ্র্যাসার এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তিনি জানিয়েছে।
গ্র্যাসার ২০০০ সালে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত হন।
এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়। অর্থপাচার, মিথ্যা বলা এবং জালিয়াতির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
কয়েকশ মানুষের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে টানা তিন বছর শুনানির পর আলোচিত এ মামলার রায় দিল আদালত।
Leave a Reply