দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সারা দেশে কোথাও কমেছে মৃত্যু সংখ্যা আবার কোথাও বেড়েছে। আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে দেশের ১৪ জেলায় করোনা ও উপসর্গে ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গ্রামের রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসায় তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত পাওয়া দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো।
চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনই নারী। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আক্রান্ত হওয়ার অনেক পরই স্বজনরা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। সেই পরিস্থিতিতে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৩ জনের নমুনায় ২২৫ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ৩৪ শতাংশ। যা এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
এদিকে চাঁদপুরে সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি। আর করোনায় মারা গেছেন ২২২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও প্রায় ৬০০জন মারা গেছেন।
বরিশাল: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ জন। এর মধ্যে ২ জন ছিলেন করোনা পজিটিভ। বাকিরা নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ৫ জনের মধ্যে বরিশালের ২ জন, পটুয়াখালীর ২ জন ও পিরোজপুরের একজন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৭৭ জন, এর মধ্যে ৪২ জনই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। জেলায় ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১ জন এর মধ্যে ১২ জনই পজিটিভ। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এর মধ্যে পজিটিভ ৫১ জন। শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে পজিটিভ ৮৮টি। শনাক্তের হার ৪৬ দশমিক ৫৬ শতাংশ।
২০২০ সালের ১৭ মার্চ থেকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৬৮৪০ জন, এর মধ্যে পজিটিভ ছিল ২১২৩ জন। এই সময়ের মধ্যে মোট মৃত্যু হয়েছে ১২৮০ জনের, এর মধ্যে পজিটিভ ছিল ৩৬৩ জন। এদিকে জেলায় এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১৬৯৫৩ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯৭ জনের।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুবরণকারীদের মধ্যে ময়মনসিংহের ৮ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।
এদিকে জেলায় ৭০৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ১৪৯ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২১ দশমিক ০৪ শতাংশ।
কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৪২ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৫ জন উপসর্গ নিয়ে মোট ১৮৭ জন ভর্তি রয়েছেন।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৭৯ শতাংশ।
পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুমিল্লা: কুমিল্লায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেন সাতজন।
বগুড়া: বগুড়ার ৩টি হাসপাতালে করোনায় মারা গেছেন ৬ জন।
রংপুর: করোনায় গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।
ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫ জন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply