কুষ্টিয়ার কুমারখালী ধর্ষণ মামলায় জুয়েল (৩২) নামের এক ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মার্চ রাত আনুমানিক ৮.৩০ মিনিটে এজাহারকারী বাড়িতে না থাকায় তার স্ত্রী ঘরে প্রবেশ করতে গেলে আসামি জুয়েল পেছন থেকে তার গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিমের চিৎকারে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার স্বামী কুমারখালী থানায় আসামি জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দ:বি: ৯(১)ধারায় অভিযোগ এনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২৮/১১/২০১৯ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
রোববার সকাল ১০.৩০ মিনিটে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা মো. বিল্লালের ছেলে মো. জুয়েল।
Leave a Reply