সারা দেশে ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১১ অক্টোবর) দুপুরে তারা সড়ক অবরোধ করে ধর্ষকদের বিচার দাবিতে নানা স্লোগান দেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় ওই এলাকায় সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন জনগণ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘শাপলা চত্বর এলাকায় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ঘটনাস্থল থেকে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাসেল বলে, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাস্তায় নেমেছি।’
Leave a Reply