নওগাঁয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই আওয়ামী লীগ নেতা নওগাঁর তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য পৌর এলাকার ওয়ার্ড পর্যায় ও ইউনিয়নগুলোতে গনসংযোগ ও তৃনমুল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করছেন।
এই গনসংযোগ ও মতবিনিময় সভাগুলোর ধারাবাহিকতায় ১২ ই নভেম্বর রোজ রবিবার সদর উপজেলার শৈলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, শৈলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্রী নারায়ন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লেবু ও জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শৈলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্রী নারায়নের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, মোহাম্মদ আলী, শাকিল আহমেদ বাদল, আমিনুল ইসলাম লেবু সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মতবিনিময় সভার সভাপতি শ্রী নারায়ন সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply