নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের গৃহবধূ সুখি বেগম (২৮) কে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শহিদ (৩৫) এর বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানা গেছে, শহিদ (৩৫) পিতা: নজরুল ইসলাম, সাং- লক্ষীপুর, থানা- বদলগাছি, জেলা – নওগাঁ। সে মাদকসেবী কাজ কর্ম করতো না। স্ত্রী কে সব সময় মাদক ক্রয়ের টাকার জন্য চাপ প্রয়োগ করতো মারধর করতো। পূর্বে পারিবারিক ভাবে তাদের শালিস ও হয়। ৩০ জুন রাত্রি বেলা নেশা করার টাকা চাইলে তার স্ত্রী না দিলে মারপিট করে এবং গলায় টিপ দেয় যার ফলে সুখি বেগম (২৮) এর মৃত্যু হয়।
পার্শ্ববর্তী এলাকাবাসীরা বলেন, ছেলে নেশা খায় আর বাড়িতে এসে বউকে মারধর করে। সুখি বেগম এলাকার এক রাইস মিলে কাজ করে সংসার চালাতো। ঘরের চাউল সহ বিভিন্ন জায়জিনিস শহিদ বিক্রি করে নেশা করতো। সুখি তার মেয়েদের ভরনপোষনের জন্য রাইস মিলে কাজ করে যা অর্থ উপার্জন করতো তার অধিকাংশই শহিদ নেশা করে শেষ করতো। নেশা করার টাকা না দিলেই সুখির উপর নেমে আসতো নির্যাতন।
নিহত সুখি বেগমের দুই টি কন্যা সন্তান ছিল। বড় মেয়ের আনুমানিক বয়স ৯ ও ছোট মেয়ের আনুমানিক বয়স ৪ বছর।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আসামি শহিদ (৩৫) আমাদের জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে মারপিট করে পরে শ্বাস রোধ করে হত্যা করেছে তার স্ত্রী সুখি বেগম কে। আমরা আসামি কে আটক করেছি বদলগাছি থানায় এ বিষয়ে রেগুলার মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পরবর্তী তে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply