নওগাঁর বদলগাছীতে ঘরোয়া কবিরাজের অপচিকিৎসায় তফিজ (৪৫)নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত তফিজ বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির মাছুদ ভিলা গুচ্ছ গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত তফিজকে তড়িঘড়ি দাপন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল এমতবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকা বাসি জানান, একই ইউপির কলকুটি গ্রামের কথিত কবিরাজ মৃত ইসমাইলের ছেলে মোঃ এনামুল কবির(হেনা) দীর্ঘ দিন থেকে এসব রোগীদের অপচিকিৎসা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সে একজন প্রভাবশালি ব্যক্তি হওয়ায় সাধারণ মানুষ ভয়ে কিছু বলতে পারেনা। এই কথিত কবিরাজের চিকিৎসার জন্য দুটি টিনসেটের ঘর রয়েছে। সেখানে রোগীদের থাকা খাওয়া সহ ভৌতিক আসন বসিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে বিভিন্ন কবিরাজি ঔষধ সহ লাঠি ও বিভিন্ন উপকরণ রয়েছে।
স্থানীয়রা জানান, ভৌতিক অদৃশ্য বাবা সব রোগ ভালো করে দিবে এই বলে গ্রামের সহজ সরল মানুষের কাছে থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কবিরাজ এনামুল কবির (হেনা)। কবিরাজের স্ত্রী টাকার বিষয় স্বীকার করে বলেন, আসন বসিয়ে অদৃশ্য বাবা যে টাকা দাবি করে তাই রোগীর কাছে থেকে নেওয়া হয়।
এব্যাপারে ঘটনাস্থলে গিয়ে এনামুল কবির (হেনা) কবিরাজকে পাওয়া না গেলে মুঠোফোন যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। মৃতের শশুর আমির সরদার জানান, আমার জামাই দীর্ঘ দিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। ডাক্তারা না করে দিয়েছে। শেষ চিকিৎসা হিসেবে গত চার দিন যাবত এই কবিরাজের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া হচ্ছিল কিন্তু আজ সকাল আনুমানিক ৭ টায় আমার জামাই মারা যায়।
এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, আমি নিজে ঘটনা স্থলে গিয়েছিলাম। ঐ কবিরাজের বেশ কিছু কবিরাজি উপকরণ সহ লাশ থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply