নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ওয়ারিং পরিদর্শক মিলন দায়িত্ব পালন করেন নওগাঁ সদর উপজেলার বলিহার, দুবলহাটি, হাসাইগাড়ী, শৈলগাছি, শিকারপুর ইউনিয়ন ও নওগাঁ পৌরসভা।
পল্লী বিদ্যুতের নিয়ম নীতি মানলেও যদি এই ওয়ারিং পরিদর্শক মিলন কে ঘুষ না দেয়া হয় তাহলে ওয়ারিং রিপোর্ট নেগেটিভ দেখানো হয়। আবার যদি পল্লী বিদ্যুতের নিয়ম-নীতি বহির্ভূত হয় আর ওয়ারিং পরিদর্শক মিলনের সাথে লিয়াজু থাকে তাহলে নিয়ম নীতি ছাড়াই ওয়ারিং রিপোর্ট পজেটিভ দিয়ে তাকে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।
দুবলহাটি, হাসাইগাড়ী ইউনিয়নে সালমান নামক তার একজন দালাল রয়েছে তার মাধ্যমে ঐ এলাকার সব কাজ করে থাকেন এই ওয়ারিং পরিদর্শক। কোন গ্রাহক পল্লী বিদ্যুতের লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওয়ারিং করে নিলেও বারবার ওয়ারিং রিপোর্ট বাতিল করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক গ্রাহকের সাথে কথা বললে তিনি বলেন, আমি পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওয়ারিং করে নেই ওয়ারিং পরিদর্শক মিলন আমার বাড়িতে না এসেই চার বার আমার আবেদন বাতিল করেন এবং পঞ্চম বার ১০০০ টাকা ঘুষ দিলে উনি আমার বাড়ি পরিদর্শন করে যান এবং রিপোর্ট দেন এর পরে আমি সংযোগ পেয়েছি।
এই ওয়ারিং পরিদর্শক মিলন মোটা অংকের ঘুষ লেনদেন করে নওগাঁ সদর উপজেলার আবেদনে পার্শ্ববর্তী মান্দা উপজেলার জমিতে সেচ পাম্প বসানোর অনুমতি দেন। যদিও বরেন্দ্র অধিদপ্তর থেকে এই সেচের ছাড়পত্র দেওয়া হয় নওগাঁ সদর উপজেলার জমিতে কিন্তু এই ওয়ারিং পরিদর্শক মাঠ পর্যায়ে দেখার পরেও ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট দেয় এবং stw সংযোগ প্রদান করেন।
হাসাই গাড়ি ইউনিয়নের এক গ্রাহক তার বাড়ি না থাকলেও অবৈধ ভাবে রিপোর্ট দিয়ে তাকে সংযোগ প্রদান করে এই ওয়ারিং পরিদর্শক মিলন শুধু তাই নয় অনুসন্ধানে গিয়ে জানা যায় পল্লী বিদ্যুতের লাইন ম্যান ছাড়াই তার দালাল সালমানের মাধ্যমে অফিস থেকে মিটারটি উত্তোলন করে গ্রাহককে সংযোগ দেয়া হয় বিনিময়ে মোটা অংকের টাকা লেনদেন করেন। বর্তমানে এই মিটারটি চার্জার গাড়ি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস সূত্রে জানা যায়, (নাম প্রকাশে অনিচ্ছুক) পূর্বে ঐ এলাকাগুলোর প্রায় ৫০ টি আবেদন বাতিল করেন এই ওয়ারিং দর্শক মিলন। এতগুলো আবেদন বাতিল করা দেখে আরেক ওয়ারিং পরিদর্শক কে বিষয়টি দেখার জন্য বলা হলে তিনি প্রায় ৪০ টির মতো আবেদন সঠিক আছে বলে রিপোর্ট প্রদান করেন এবং পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।
Leave a Reply